তিতাস ট্রেনের টিকিট কাউন্টার ভাঙচুর


প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৭ মার্চ ২০১৭
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় চলাচলকারি তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারে ভাঙচুর চালিয়েছে কয়েকজন যুবক।

মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনস্থ টিকিট কাউন্টারে এ হামলার ঘটনা ঘটে। এতে কাউন্টারের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারের পরিচালক মীর মো. শাহীন জাগো নিউজকে জানান, প্রতিদিনই তিতাস কমিউটার ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হয়।

মঙ্গলবার টিকিট দেয়া শুরু হলে ইমন নামে এক যুবক লাইনে না দাঁড়িয়ে টিকিট নিতে চায়। এক পর্যায়ে সে কাউন্টারের ভেতর প্রবেশের চেষ্টা করে এবং রাগান্বিত কণ্ঠে আমাকে খুঁজতে থাকে।

আমি না থাকায় মোবাইল ফোনে কল দিয়ে আমার কাছে টিকিট চাইলে আমি কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তিকে ফোন দিতে বলি।

এ সময় দায়িত্বরত ব্যক্তি আমাকে জানায়, ইমন এসেই টিকিট চেয়ে খারাপ ব্যবহার শুরু করে। এ কথা বলার এক পর্যায়ে ইমনের নেতৃত্বে একদল যুবক কাউন্টারে হামলা করে দরজা ভেঙে ফেলে।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।