টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। রোববার ভোরের দিকে উপজেলার পোস্টকামুরী চড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আশরাফুল নামে এক ব্যক্তির নাম জানা গেছে। এছাড়া নিহত সকলের বাড়ি বগুড়া ও নওগাঁ জেলায় বলে পুলিশ জানিয়েছেন। কুমুদিনী হাসপাতালের সেবিকারা জাগো নিউজকে জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও এলাকাবাসী জানান, নওগাঁ থেকে ঢাকাগামী ডিপজল এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস চড়পাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা আলুবোঝাই অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্রায় পাঁচ ফুট খাঁদে পড়ে যায়। এতে বাসের বাম পাশের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন।
পরে আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দু`জন মারা যান।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, নিহতদের মরদেহ তাদের হেফাজতে রয়েছে। এছাড়া তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। বাসের চালক পলাতক রয়েছেন।
বিএ/এমজেড/এমএস