কেন্দুয়ায় পুলিশের ওপর হামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নেত্রকোনার কেন্দুয়ায় ছাত্রদলের কর্মী সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম খান জরিপকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক স্বপন চন্দ্র সরকার জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের সানকিপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
তিনি আরো জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত বিএনপি,যুবদল, ছাত্রদল,জামায়াত-শিবিরের ৭১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে জানান, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ছাত্রদলের সমাবেশের প্রস্তুতি চলার সময় পুলিশ বাধা দিলে পুলিশের ওপর তারা হামলা চালায়। এতে এসআই, এএসআইসহ ১৩ পুলিশ সদস্য আহত হন। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।
কামাল হোসাইন/আরএআর/আরআইপি