পঞ্চগড় আইনজীবী সমিতির সভাপতি কাজল সম্পাদক এরশাদ


প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৯ মার্চ ২০১৭

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. মির্জা নাজমূল ইসলাম কাজল সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের অ্যাড. এরশাদ হোসেন সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সম্মিলিত আইনজীবী পরিষদ ৬টি এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা ৫টি পদে জয়লাভ করেন।

বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মোজাম্মেল চৌধুরী। সমিতির মোট ১১টি পদের মধ্যে ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী পরিষদের জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক পদে সম্মিলিতি আইনজীবী পরিষদের হাবিবুল ইসলাম হাবিব, লিগ্যাল এইড সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে সম্মিলিত আইনজীবী পরিষদের মুহাম্মদ কামরুজ্জামান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী জাফর ইকবাল সুমন নির্বাচিত হয়েছেন।

এর আগে কার্যনিবাহী সদস্য পদে চারজন ও লাইব্রেরি সম্পাদক পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচনে ১৪৫ জন ভোটারের মধ্যে ১৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সফিকুল আলম/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।