নববর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় হালখাতার আমেজ
আর মাত্র দুইদিন পরই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো ব্যবসায়ীদের হালখাতা।
পুরোনো বছরের গ্লানি ভুলে নতুন বছরের প্রতিদিন ভালো ব্যবসার আশায় ব্যবসায়ীদের এই হালখাতা উৎসব। এই দিনটিতে ব্যবসায়ীরা তাদের গ্রাহকদের সঙ্গে পুরোনো হিসেব-নিকেশ নতুন টালী খাতায় হালনাগাদ করে থাকেন। পাশাপাশি এই দিনটিতে গ্রাহকদের জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে নানা আনন্দ-আয়োজন করা হয়। দিনব্যাপী চলে ব্যবসায়ী ও গ্রাহকদের মিষ্টিমুখ আর চা চক্র।
হালখাতা উৎসবকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সবকটি স্টেশনারী দোকানে ব্যবসায়ীদের নতুন টালী খাতা কেনার ধুম পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় হালখাতা উৎসব উদযাপনের রেওয়াজ শত বছরেরও বেশি পুরোনো। হালখাতা উৎসবের দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এখানকার সকল ব্যবসায়ীরা। তাইতো দিনব্যাপী নানা আনন্দ-আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে থাকেন তারা।
হালখাতা উৎসব একটা সময় ব্রাহ্মণবাড়িয়া শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে উদযাপিত হলেও এখন এই রেওয়াজ উল্লেখযোগ্য কিছু ব্যবসা প্রতিষ্ঠানে পালিত হয়। এর মধ্যে হিন্দু কিংবা সনাতন ধর্মালম্বীর ব্যবসায়ীরাই এই হালখাতা উৎসবের রেওয়াজ এখনো ধরে রেখেছেন।
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি আলহাজ আজিজুল হক বলেন, হালখাতা উৎসব ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ভালবাসা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতীক। এই উৎসবকে কেন্দ্র করে ব্যবসায়ী ও গ্রাহকদের মিলনমেলায় পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
এসএস/একে/আরআই