শেরপুরে বজ্রপাতে নিহত ১
প্রতীকী ছবি
শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের পশ্চিম বৈলতল গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আব্দুর রউফ (৪৫)।
প্রতক্ষ্যদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হলে আব্দুর রউফ নিজ বাড়িতে তার গরু গোয়ালঘরে তুলছিলেন। এসময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন দোলা ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাকিম বাবুল/এআরএস/এমএস