চট্টগ্রামে তিন গাড়িতে আগুন
জামায়াতের ডাকা হরতাল চলাকালে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ষোলশহর বেবী সুপার মার্কেট এলাকায় তিনটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত শিবিরকর্মীরা। সোমবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে হঠাৎ ঝটিকা মিছিল করে তিনটি গাড়িতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। গাড়িতে অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এদিকে চট্টগ্রাম নগরীতে তিনটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ছাড়া নগরীর আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীতে বিভিন্ন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বড় বড় শপিংমল ও মার্কেটগুলো বন্ধ থাকলেও অন্যান্য দোকানপাট খুলেছে।
নগরীর সর্বত্র নাশকতা ঠেকাতে দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন মোড়ে রয়েছে পুলিশের সতর্ক অবস্থান। এ ছাড়া নগরীতে টহল দিচ্ছে বিজিবি সদস্যরা।
এসএস/বিএ/এমএস