মুক্তিযোদ্ধা হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৭:০৫ এএম, ১৫ মার্চ ২০১৭

কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিনকে (৫৭) হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত এর বিচারক রেজা মোহম্মদ আলমগীর হাসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুস সালাম (৩১), জামিল মণ্ডল (৪১) ও আব্দুল হামিদ মালিথা (৪১)।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামের আসামি আব্দুস সালাম, জামিল মণ্ডল এবং আব্দুল হামিদ মালিথা বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিনকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাত ৯টায় বীর চরের মাঠ থেকে মুক্তিযোদ্ধা খবির উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।
 
পরদিন নিহতের স্ত্রী উর্জিনা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। তদন্তে পুলিশ জানতে পারে আসামিরা খবির উদ্দিনকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করে।

পুলিশ প্রতিবেদন ও দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দী বলেন, পুলিশ এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে প্রথম দফায় কোনো অপরাধ না পেয়ে চার্জশিট প্রদান করে। পরে অধিক তদন্ত করে মূল আসামিদের চিহ্নিত করা হয়।

আল-মামুন সাগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।