সন্তানকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৫ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে দেড় বছরের শিশু সন্তানকে হত্যার দায়ে বাবা আব্দুল হালিমকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ এনামুল বারী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীনারায়ণপুরের নূহু মুন্সীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ  আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জবদুল হক মামলার বিবরণ দিয়ে জানান, ২০১১ সালের ৪ অক্টোবর আব্দুল হালিম ভোলাহাট উপজেলার নাজিরপুরে তার শ্বশুর বাড়িতে যান এবং নিজের জমি বিক্রি করার জন্য স্ত্রী আয়েশা বেগম ইতির সঙ্গে আলোচনা করেন।

স্ত্রী জমি বিক্রিতে আপত্তি জানালে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্ত্রী ঘর থেকে বাইরে আসলে আব্দুল হালিম প্যান্টের বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তাদের দেড় বছরের শিশু মোহাম্মদ রিফাতকে।

ওইদিনই স্ত্রী আয়েশা বেগম ইতি বাদী হয়ে আব্দুল হাকিমকে একমাত্র আসামি করে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১২ সালের ৭ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কমকর্তা ভোলাহাট থানা পুলিশের এসআই খাইরুল ইসলাম হালিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।আদালত আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে এ রায় দেন।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।