‘কৃষক ও জেলেরাই সবচেয়ে বড় দেশপ্রেমিক’


প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৫ মার্চ ২০১৭

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খাদ্যশস্য উৎপাদন করেন কৃষকরা। আর জীবনের ঝুঁকি নিয়ে দেশবাসীর জন্য মাছের জোগান দেন জেলেরা। প্রকৃত অর্থে কৃষক ও জেলেরাই সবচেয়ে বড় দেশপ্রেমিক।
 
বুধকার সকালে বরগুনার আমতলীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সবুজ বাংলাদেশ আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এনেছেন আরেক নীল বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বঙ্গোপসাগরের যে বিশাল সীমানা বাংলাদেশের সঙ্গে যোগ হয়েছে তা বর্তমান বাংলাদেশের ৮৮ ভাগের সমান। এ চরম সত্যকে যারা অস্বীকার করবে তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত।

ছায়েদুল হক বলেন, জাটকা সংরক্ষণকালীন মার্চ, এপ্রিল এবং মে মাসে জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল যথা সময়ে বণ্টন করতে হবে। যদি এ সময়ের বাইরে কোনো ভিজিএফের চাল কোথাও পাওয়া যায় সঙ্গে সঙ্গে তা জব্দ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।   

‘জাটকা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’ স্লোগানে সহস্র জেলেকে সঙ্গে নিয়ে বুধবার দুপুরে আমতলী সরকারি কলেজ প্রাঙ্গণে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৭ এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্য অধিদফতরের মহা রিচালক সৈয়দ আরিফ আজাদ, বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মুহা. বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় বশাক প্রমুখ উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।