পানছড়িতে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের ওমরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. কাজিম উদ্দিন (৫৫) ও তার স্ত্রী খোদেজা বেগম (৪৩)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. আলম ও আলমাসের সঙ্গে কাজিম উদ্দিনের সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকার সাবেক ইউপি সদস্য মো. হাবিবুর রহমান সীমানা নির্ধারণ করে পিলার বসিয়ে দিলেও মো. আলম ও আলসাম তা মেনে নিতে পারেনি।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ নিয়ে আলম, আলসাম ও তাদের মামা আবুল কাসেম পরিকল্পিতভাবে সীমানা পিলার তুলে ফেলার চেষ্টা চালায়। এসময় কাজিম উদ্দিন বাধা দিলে তারা কাজিম উদ্দিন ও স্ত্রীর ওপর হামলা করে। হামলায় কাজিম উদ্দিন ও তার স্ত্রী খোদেজা বেগমের মাথা ফেটে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কাজিম উদ্দিনের ছেলে খাইরুল পানছড়ি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানায়।
মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/আরআইপি