চুয়াডাঙ্গায় মলম পার্টির ৩ সদস্য আটক


প্রকাশিত: ১০:১৯ এএম, ১৮ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে ব্যবসায়ীদের অজ্ঞান করে ছিনতাই করার সময় মলম পার্টির ৩ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়রামপুর কাঠালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন, রহিম সর্দ্দার (৪০), ফুল মিয়া (৩৮) ও সানোয়ার হোসেন (৪২)।

আটক রহিম সর্দ্দার টাঙ্গাইল সদর উপজেলার বহুলিয়া গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে, ফুল মিয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্দুল­াহপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে ও সানোয়ার নাটোর জেলার বাঘাদিয়াপাড়া উপজেলার কালিমপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার উপজেলার জয়রামপুর গ্রামের কাঠালতলা বাজারে মলম পার্টির ওই তিন সদস্য কৌশলে ব্যবসায়ীদের অজ্ঞান করে টাকা হাতিয়ে নেয়ার সময় অন্য ব্যবসায়ীরা তাদের ধাওয়া করে।

এরপর দামুড়হুদা থানা পুলিশ ও এলাকাবাসী পাশের মাঠ ঘেরাও করে তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকরা মলম পার্টির সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সালাউদ্দিন কাজল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।