চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ৩


প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৮ মার্চ ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের কানসাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুইটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দেড় কেজি গানপাউডার ও জিহাদি বইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, কানসাট বালুচরের সিরাজ বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম (৫২), কানসাটের শেরতাজ আলীর ছেলে আশরাফুল আলম (৫০) ও যশোরের কোতোয়ালি থানা পুলিশের রাওপাড়ার আরশাদ আলীর ছেলে তৈমুর রহমান (৫০)।

শনিবার দুপুরে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান আলী তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন সংবাদ পেয়ে কানসাট-বালুচর এলাকার শরিফুলের বাড়িতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ।

এ সময় অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, দেড় কেজি গানপাউডার ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

মোহাঃ আব্দুল্লাহ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।