ট্রাক্টরের চাপায় শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৮ মার্চ ২০১৭

খাগড়াছড়ির দীঘিনালায় ট্রাক্টরের চাকায় চাপা পড়ে আবুল হোসেন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত আবুল  উপজেলার জামতলি এলাকার ইসলামপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে।

শনিবার বিকেলে উপজেলার উদাল বাগান এলাকার খামার পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে উপজেলার উদাল বাগানের খামার পাড়া এলাকায় ট্রাক্টরে গাছ বোঝাই করে ফেরার পথে পাহাড় থেকে নামার সময় ট্রাক্টরে থাকা একটি গাছের টুকরো চালকের পাশে বসা শ্রমিক আবুল হোসেনের ওপর পড়ে। এতে আবুল হোসেন  ছিটকে ট্রাক্টরের নিচে পড়ে যায়। এসময় ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।