পানছড়িতে প্রতিপক্ষের হামলায় আহত খোদেজার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪ এএম, ১৯ মার্চ ২০১৭

খাগড়াছড়ির পানছড়িতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত খোদেজা বেগমের (৪৩) চিকিৎসাধীন অবস্থায় মৃতু্য হয়েছে।

রোববার বেলা ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খোদেজা বেগম মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছেন তার ছেলে মো. খাইরুল।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের ওমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. আলম ও আলমাসের সঙ্গে কাজিম উদ্দিনের সীমানা নিয়ে বিরোধ চলছিল।

এ নিয়ে এলাকার সাবেক ইউপি সদস্য মো. হাবিবুর রহমান সীমানা নির্ধারণ করে পিলার বসিয়ে দিলেও মো. আলম ও আলসাম তা মেনে নিতে পারেনি।

ঘটনার সূত্র ধরে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আলম, আলসাম ও তাদের মামা আবুল কাসেম পরিকল্পিতভাবে সীমানা পিলার তুলে ফেলার চেষ্টা চালায়।

এ সময় কাজিম উদ্দিন ও তার স্ত্রী খোদেজা বেগম বাধা দিতে গেলে তারা কাজিম উদ্দিন ও স্ত্রীর ওপর হামলা করে। হামলায় কাজিম উদ্দিন ও তার স্ত্রী খোদেজা বেগমের মাথা ফেটে যায়।

আহতবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

সেখানে খোদেজা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ২টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কাজিম উদ্দিনের ছেলে মো. খাইরুল বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে পানছড়ি থানায় মামলা করেছেন। পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. জব্বার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।