গাছ ফেলে ২৫ গাড়িতে ডাকাতি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের অদূরে সড়কে গাছ ফেলে ঢাকাগামী তিনটি নৈশকোচসহ অন্তত ২৫টি গাড়িতে লুটপাট করেছে ডাকাতরা। এসময় ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আলমডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহনটি চুয়াডাঙ্গা আসার সময় ঘোড়ামার ব্রিজের অদূরে ডাকাতির কবলে পড়ে। এসময় ডাকাত সদস্যরা সড়কের উপর গাছ ফেলে চালককে জিম্মি করে লুটপাট করে।
একইভাবে ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহন, পূর্বাশা পরিবহন, ট্রাক, মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানসহ ২৫টি যানবাহনে ডাকাতি করে তারা।
রয়েল এক্সপ্রেসের যাত্রী আমজাদ হোসেন জানান, সাত থেকে আটজন ডাকাত সদস্য মুখবেঁধে ধারালো অস্ত্র হাতে ডাকাতি করে। এসময় তাদের হামলায় রয়েল পরিবহনের চালক শামীম হোসেন ও একটি ট্রাকের হেলপার আব্দুল হামিদসহ তিনজন আহত হয়েছেন।
রয়েল পরিবহনের চালক শামীম হোসেন অভিযোগ করেন, প্রতিদিন ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের একটি টহল দল থাকার কথা থাকলেও ডাকাতির সময় কোনো পুলিশ সদস্য ঘটনাস্থলে ছিল না। আর এ সুযোগেই প্রায় আধাঘণ্টা ধরে ডাকাত সদস্যরা তাণ্ডব চালায়।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার ওই সড়কে টহলের দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এএসআই হাফিজ উদ্দিন।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন কাজল/এফএ/জেআইএম