প্রতিপক্ষের লাঠির আঘাতে স্কুলছাত্রের মৃত্যু
সুনামগঞ্জের শাল্লায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিপু চন্দ্র দাস নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত নিপু চন্দ্র দাস উপজেলার বলরামপুর গ্রামের গোপেন্দ্র চন্দ্র দাসের ছেলে। সে এবার স্থানীয় বলরামপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
শাল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বলরামপুর গ্রামের গোপেন্দ্র চন্দ্র দাস ও একই গ্রামের মহানন্দ দাসের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহাননন্দ দাসের লাঠির আঘাতে গুরুতর আহত হয় নিপু চন্দ্র দাস।
তাৎক্ষণিকভাবে শাল্লা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
রাজু আহমেদ রমজান/এফএ/জেআইএম