সুরঞ্জিতের জনসভায় গ্রেনেড বিস্ফোরণ মামলা বিশেষ ট্রাইব্যুনালে


প্রকাশিত: ১২:২৪ পিএম, ২২ মার্চ ২০১৭

সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে প্রয়াত রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ মামলাটি বিচারের জন্য বিশেষ আদালতে পাঠানো হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান এ আদেশ দেন।

এ মামলায় অভিযুক্ত বিএনপি নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জিকে গউছসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বিচারক মামলাটি সিলেটের বিশেষ ট্রাইব্যুনাল আদালতে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই শহরে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। এতে ওয়াহিদ নামের এক যুবলীগ কর্মী নিহত ও ২৯ জন আহত হন। ঘটনার দিনই পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করে। পরে বিএনপি নেতা আরিফুল হক ও জিকে গউছকে এ মামলার আসামি করা হয়। তারা দুজনই উচ্চ আদালতের আদেশে জামিনে রয়েছেন।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।