জীবননগরে পাওয়ারটিলার চাপায় শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ারটিলারের চাপায় শাওন (২) নামে এক শিশুর মুত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাওন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের দিনমজুর আরশাদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শাওন তাদের বাড়িতে থাকা ভুট্টা বোঝাই পাওয়ারটিলারে উঠবে বলে তার মায়ের কাছে আবদার করে। এ সময় শাওনের মা তাদের বাড়ির ভেতরে থাকা পাওয়ারটিলারে উঠিয়ে দিলে ওপর থেকে চাকার নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শাওনের বাবা আরশাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন কাজল/আরএআর/আরআইপি