পঞ্চগড়ে নাশকতাকারী সন্দেহে ৬ নারীকে পুলিশে সোপর্দ
পঞ্চগড়ে নাশকতাকারী সন্দেহে ৬ নারীকে পুলিশে সোপর্দ করেছে জনগণ। রোববার গভীর রাতে (রাত ১টায়) শহরের তেলীপাড়া মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট চন্দনা এলাকায় বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, স্থানীয় একটি মাজার শরীফে যাওয়ার জন্য সন্ধ্যার পর এক শিশুসহ মালেকা বেগম, আম্বিয়া খাতুন, আহচেনা বেগম, আংগুরা বেগম, সুরফা আক্তার এবং সুমি নামে ৬ নারী শহরে আসেন। তারা রাত্রিযাপনের কথা বলে ওই মহল্লার রবিউল ইসলাম নামে এক পান দোকানীর বাসায় আশ্রয় নেয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতাকারী কোনো সংগঠনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেয়া হয়েছে।
সফিকুল আলম/এফএ/জেআইএম