বারুনী স্নান উৎসবে নৌকাডুবি, কিশোর নিহত
পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারীর করতোয়া নদীতে সনাতন ধর্মালম্বীদের বারুনী স্নান উৎসবে নৌকা ডুবে বিক্রম চন্দ্র রায় (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে।
রোববার রাত ৯টায় বোদা দমকল বাহিনী এবং রংপুর দমকল বাহিনীর ডুবুরি তার মরদেহ উদ্ধার করে।
নিহত কিশোর দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের জয়ানন্দ গ্রামের অখিল চন্দ্রের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্র জানায়, রোববার কাহারোল থেকে বিক্রম চন্দ্র তার বাবা, মা ও ভাইসহ পরিবারের সদস্যদের সঙ্গে বারুনী স্নান উৎসবে যোগ দিতে আসে। বিকেলে তারা নৌকায় স্নানঘাট পার হওয়ার সময় অন্য যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।
নিহতের ছোটভাই আশীষ চন্দ্র বলেন, তার ভাই একজন মানসিক প্রতিবন্ধী।
বোদা ফায়াস সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সূর্যোদয়ের সঙ্গে বোদা উপজেলার বোয়ালমারীর করতোয়া নদীতে সনাতন ধর্মালম্বীদের এই স্নান উৎসব শুরু হয়। স্নান উৎসবে জেলা এবং আশপাশের বিভিন্ন জেলার সনাতন ধর্মালম্বী কয়েক লাখ পুণ্যার্থী স্নান উৎসবে যোগ দেয়।
সফিকুল আলম/এফএ/জেআইএম