নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে


প্রকাশিত: ০৪:০৯ এএম, ২৭ মার্চ ২০১৭

স্বাধীনতা বিরোধীরা শহীদের সংখ্যা নিয়ে আশংকা প্রকাশ করেও সে দেশে রাজনীতি করে এমন নজির বিশ্বের কোনো দেশেই দেখা যাবে না। তাই বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের হুইপ জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

২৫ মার্চ শনিবার সন্ধ্যায় ১৯৭১ সালের ২৫ মার্চ নিহত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করার মধ্যে দিয়ে ‘গণহত্যা দিবসের আলোচনা ও বই বিতরণ’ অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করা ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন "জাগ্রত চেতনায় চুয়াডাঙ্গা" । এ অনুষ্ঠানেই প্রধান অতিথির বক্তব্যে এমপি এ আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তেব্যে আহমেদ পিপুল বলেন, গণহত্যা দিবস ছাড়াও জাতির ইতিহাস সম্পর্কিত দিবস যেমন অসহযোগ আন্দোলন, ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর জন্মদিন, স্বাধীনতা দিবস এবং জাতীয় শোক দিবসের মতো জাতীয় দিবসগুলো পালনের মধ্য দিয়ে ইতিহাস চর্চার একটি ভিত্তি তৈরি হবে।

Dusac

সংগঠনের আহ্বায়ক সাইফুর রহমান সোহেল এর সভাপতিত্বে এবং ডুসাকের সাবেক সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন মিজি সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি কাজী সিরাজুল হক, অ্যাড মো. আবু তালেব, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরেফিন সিদ্দিক, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, নাঈমুল হক রিংকু, জীবননগর উপজেলা ছাত্রলীগ নেতা আল মামুন রনি, তিতুমীর কলেজজের ছাত্র আবির, সাকিবুল ইসলাম ,বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা শাহিনুল ইসলাম সুমন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের সভাপতি ফরিদা পারভীন প্রমুখ।

শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবন চত্বরে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে অতিথিদের হাত দিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই বিতরণ করা হয়।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।