পঞ্চগড়ে শিশুসহ গ্রেফতার ৬ নারী কারাগারে
পঞ্চগড় সদরের একটি বাড়ি থেকে এক শিশুসহ সন্দেহভাজন গ্রেফতার ছয় নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার রাত দেড়টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ক্যানটিনের সামনে থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, মালেকা বেগম, আম্বিয়া খাতুন, আহচেনা বেগম, আঙ্গুরা বেগম, সুরফা আক্তার এবং সুমি। এদের সঙ্গে একটি একটি শিশুও রয়েছে। তাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট চন্দনা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড়ের বার আউলিয়া নামের একটি মাজার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে তারা এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
পঞ্চগড় শহরে এসে রাত্রিযাপনের জন্য তারা তেলীপাড়া এলাকার রবিউল ইসলামকে আশ্রয় দেয়ার জন্য অনুরোধ করেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতাকারী কোনো সংগঠনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সফিকুল আলম/এএম/পিআর