দেবীগঞ্জে ৩ জেএমবি সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৮:৫০ এএম, ৩০ মার্চ ২০১৭

পঞ্চগড়ের দেবীগঞ্জে তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে দেবীগঞ্জ ও কালিগঞ্জ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, দেবীগঞ্জ উপজেলা শহরের সবুজপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুর রাজ্জক, একই উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ এলাকার আব্দুর রহমানের ছেলে মমিনুল ইসলাম এবং পামুল ইউনিয়নের আলী উদ্দিনের ছেলে নুর আলম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে দেবীগঞ্জ বাজার থেকে জেএমবি সদস্য আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মমিনুল ইসলাম ও নুর আলমকে গ্রেফতারসহ ৫টি জিহাদি বই উদ্ধার করা হয়।

এরা তালিকাভুক্ত জেএমবি সদস্য এবং একাধিক মামলার আসামি বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু খায়ের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা নাশকতা পরিকল্পনার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সফিকুল আলম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।