তাহিরপুর সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০১ এপ্রিল ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সোহেল মিয়া নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। সোহেল মিয়া তাহিরপুর উপজেলার লাউড়েরগড় গ্রামের মতিউর রহমান ওরফে জয়বাঙ্গালের ছেলে।

জানা গেছে, তাহিরপুরের লাউড়েরগড় সীমান্ত এলাকা অতিক্রম করে মোকতাম এলাকা দিয়ে গরুর আনতে শুক্রবার রাতে ভারতের মেঘালয় রাজ্যর ঘোমাঘাট এলাকায় যান তিনি। এক পর্যায়ে বিএসএফের শিলং-১১ ব্যাটালিয়নের একটি টহল দল সোহেলকে আটক করে কোম্পানি হেডকোয়ার্টারে নিয়ে যায়।

বিজিবির সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপারে বিএসএফের হাতে ঘোমাঘাট এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক আটক হওয়ার বিষয়টি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি।

কিন্তু তার পরিবারের পক্ষ থেকে কেউ শনিবার পর্যন্ত বিজিবিকে অবহিত করেননি।

এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।