কুষ্টিয়ায় দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সভা


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২২ এপ্রিল ২০১৫

কুষ্টিয়ায় দুর্যোগ মৌসুমে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলার পূর্বপ্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা স্কুলের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। তিনি বলেন, দুর্যোগ মৌসুমে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলার পূর্বপ্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে স্কুল শিক্ষার্থীদের দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগউত্তরণের সময়কাল মোকাবেলায় করণীয় বিষয়ে সবাইকে সচেতন করে তুলতে হবে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের দ্বারা মহড়া অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটি টার্গেট গ্রুপকে ব্রিফিং প্রদানের পাশাপাশি হাতে-কলমে দুর্যোগকালীন উত্তরণের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।