কুষ্টিয়ায় আউট সোর্সিং প্রশিক্ষণের উদ্বোধন


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২২ এপ্রিল ২০১৫

কুষ্টিয়ায় আউট সোর্সিং ও ফ্রি-ল্যান্সিং কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

জেলা প্রশাসক বলেন, বেকার যুবকদের অনলাইন আউট সোর্সিং এবং আইটি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। ঘরে বসে অনলাইনের মাধ্যমে কাজ করে বেকারত্ব দূর করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, এর মাধ্যমে নারী, সংখ্যালঘু এবং শারীরিক প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশে বিনিয়োগযোগ্য মূলধনের প্রাচুর্য সৃষ্টি করা সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ সুশান্ত কুমার রায় ।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।