টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ৩


প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৪ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের হতিরগাতা এলাকায় নৌকাডুবিতে শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার বাগলি থেকে টাঙ্গুয়ার হাওরপাড়ের গ্রাম লামাগাঁও সংলগ্ন শিববাড়িতে বাসন্তী পূজা উপলক্ষে বান্নি মেলায় মেলায় মিষ্টির দোকান নিয়ে আসছিলেন উপজেলার রতনপুর গ্রামের হযরত আলী, বীরেন্দ্র নগর গ্রামের ফজল মিয়া, লাকমা গ্রামের জাকির হোসেনসহ ৭/৮জন ক্ষুদে ব্যবসায়ী।

মঙ্গলবার সকালে ঝড়ের তোড়ে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এতে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনও এই তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধারের চেষ্টা করছে। সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা রওনা দিয়েছে। তবে এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

সকাল ১১টা ৩০মিনিটের দিকে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন সূত্রধর জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। তবে নিখোঁজ তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।