বজ্রপাতে পুড়ে গেছে বসতঘর


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৪ এপ্রিল ২০১৭

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে পুড়ে গেছে দিনমজুর শিপন পেদারের বসতঘর। তবে এতে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতের ঘটনার পরপরই প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্ঠা করেন। তবে আগুন নিভানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা কোনো জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা। বজ্রপাতের সময় ঘরের ভেতরে কেউ ছিল না বলে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তার ঘরটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।