পঞ্চগড়ে চুরির ঘটনা অব্যাহত


প্রকাশিত: ০২:১২ পিএম, ০৫ এপ্রিল ২০১৭

পঞ্চগড়ের বিকাশ এজেন্ট স্বরনিকা এন্টার প্রাইজে সোমবার রাতে দুর্ধর্ষ চুরির পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতেও পঞ্চগড় বাজারের নাছিম টেলিকমে প্রায় সাড়ে ৮ লাখ টাকার ১২০টি মোবাইল ফোনসেট চুরি হয়েছে।

একই সময়ে তেঁতুলিয়া রোডের পুলক এন্টারপ্রাইজে ৫০ হাজার টাকা চুরি হয়। পাশাপাশি সিনেমা হল রোডের আজাদ কম্পিউটারস এবং ইসলাম পেপার্স এর তালা ভেঙে চুরির চেষ্টা করা হয়। এ নিয়ে শহরের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসা মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এর আগে সোমবার রাতে শহরের ধাক্কামারা এলাকার স্বরনিকা এন্টার প্রাইজ এর অফিসের তিনটি কক্ষের ভোল্ড এবং আলমারি ভেঙে নগদ ২২ লাখ টাকা এবং একটি মোবাইল কোম্পানি ৩ লাখ টাকার রিচার্জ কার্ড চুরি হয়। চুরির দৃশ্যটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় রেকর্ড হলেও ২ দিনে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Tana

শহরের তেঁতুলিয়া রোডের পারটেক্স ফার্নিচারের পরিবেশক হারুন উর রশিদ বাবু বলেন, পঞ্চগড় একটি পকেট শহর। শহরে মোটরসাইকেলসহ অব্যাহতভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসায় চুরি বৃদ্ধি পেয়েছে। এখানে পুলিশের ভূমিকাও রহস্যজনক। এ নিয়ে আমরা আতঙ্কের মধ্যে দিনরাত পার করছি।

পঞ্চগড় সার্কিট হাউজের নাজির মো. আজহারুল ইসলাম বলেন, অল্প করে বেতনের টাকা সঞ্চয়ের মাধ্যমে একটি মোটরসাইকেল কিনেছিলাম। কিন্তু সেটি জেলা প্রশাসন অফিসের গ্যারেজ থেকে দিনে দুপুরে চুরি হয়ে যায়। এখনও তার হদিস পাইনি।

পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার বলেন, চুরির ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে চেষ্টা চলছে। এছাড়া রাতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। আশা করছি শিগগির মোটরসাইকেল চোর ধরতে পারবো।

সফিকুল আলম/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।