বঙ্গোপসাগরে আটকে পড়া ১৯ শ্রমিক উদ্ধার


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৫ এপ্রিল ২০১৭

বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় আটকে পড়া জাহাজে থাকা ১৯ বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করেছে নৌবাহিনী। বুধবার সকালে নৌবাহিনীর বানৌজা করোতোয়া জাহাজটি ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

এরপর বিকেল ৪টায় উদ্ধার হওয়া শ্রমিকদের হিরন পয়েন্ট এলাকায় মংলা বন্দর কর্তৃপক্ষের ট্যাগ বোটে তুলে দেয় নৌবাহিনী।

উদ্ধার হওয়া ক্রেন ডাইভার মো. মাসুদ জানান, তার সঙ্গে থাকা শ্রমিকদের সবাই এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। নৌবাহিনীর সদস্যরা সব শ্রমিককে খাবার সরবরাহ করেছেন।

এদিকে শিপিং এজেন্ট সূত্র জানায়, পানামার পতাকাবাহী এমভি স্টার অথয়া জাহাজে থাকা বিদেশি নাবিকদের জন্য প্রয়োজনীয় বিশুদ্ধ পানি, খাদ্য ও রসদসহ চট্টগ্রাম বন্দর থেকে দুটি বড় লাইটার জাহাজ রওনা হয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া থেকে বিদেশি ওই জাহাজটি সাড়ে ২৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ১০ মার্চ মংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থান করে। এরপর ২৬ মার্চ লাইটার যোগে জাহাজের কয়লা খালাস কাজে অংশ নেয় শ্রমিকরা। একদিন পর সমুদ্র উত্তাল থাকায় আর কোনো নৌযান জাহাজের কাছে ভিড়তে না পেরে ফেরত যায়।

ফলে দীর্ঘ সময় সমুদ্রে অবস্থায় করায় জাহাজে থাকা ২৩ বিদেশি নাবিক ও বাংলাদেশি ওই শ্রমিকরা চরম খাদ্য সংকটে পড়েন। শেষ পর্যন্ত মংলা বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে নৌবাহিনীর সদস্যরা দেশীয় ১৯ জন শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।