খাগড়াছড়িতে তরুণীর আত্মহত্যা


প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৬ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

খাগড়াছড়ির রামগড়ে প্রেমের সম্পর্ক নিয়ে বকাঝকা করায় আকলিমা আকতার (১৮) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে রামগড়ের উত্তর সোনাইআগা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা আকতার উত্তর সোনাইআগা গ্রামের মৃত সাহাব উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেয় আকলিমা। এসময় ঘরে অন্য কেউ ছিল না। খালার বাড়ি থেকে রাত সাড়ে ৮টার দিকে ঘরে ফিরে এসে দরজা বন্ধ দেখে আকলিমার মা তাকে ডাকাডাকি করেন।

এসময় কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। পরে রাত ৯টার দিকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন।

আকলিমার বড় ভাই ফারুক জানান, উপজেলার শাল বাগানটিলার নুর হোসেনের ছেলে সবুজের সঙ্গে আকলিমার প্রেমের সম্পর্ক ছিল। সবুজের সঙ্গে সম্পর্কের ঘটনায় আকলিমাকে বকাঝকা করায় সে রাগে-অভিমানে আত্মহত্যা করেছে।

এদিকে, খবর পেয়ে রামগড় থানা পুলিশ হাসপাতাল থেকে আকলিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেম ঘটিত বিষয় নিয়ে পরিবারের পক্ষ থেকে মেয়েটিকে বকাঝকা করা হলে সে রাগে-ক্ষোভে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।