খাগড়াছড়িতে পিস্তলসহ পাঁচ সন্ত্রাসী আটক
খাগড়াছড়ির দীঘিনালায় পিস্তল, ল্যাপটপ, মুঠোফোন ও মাদকসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক বাঙালি চাঁদা আদায়কারীসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দীঘিনালার বাঘাইছড়িমুখ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ধর্মজ্যোতি চাকমা, প্রজ্ঞান জ্যোতি চাকমা, সুদর্শী চাকমা প্রকাশ বাপ্পী চাকমা, অনিল কান্তি চাকমা ও ইউপিডিএফের চাঁদা আদায়কারী ইয়াকুব আলী।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রধান চাঁদা সংগ্রহকারী সুদর্শী চাকমা প্রকাশ বাপ্পী চাকমার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বাকি চারজনকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এমএস