পঞ্চগড়ে জেমকন লিমিটেডে শ্রমিক ধর্মঘট শুরু
পঞ্চগড়ে জেমকন লিমিটেড এর বৈদ্যুতিক খুটি তৈরির কারখানায় মজুরি বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা।
শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান শুরু করে। বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকরা মিছিল নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে একটি লিখিত আবেদন দেন। শ্রমিক ধর্মঘটের ফলে কারখানায় উৎপাদনহ সকল কাজ বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, দেশের প্রতিষ্ঠিত গ্রুপ অব কোম্পানি জেমকন লি. এর পঞ্চগড়ের বৈদ্যুতিক খুটি তৈরির কারখানার শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১২৫ টাকা। দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধি না করায় তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। ছুটির দিনে কাজ করেও আলাদা কোনো পারিশ্রমিক বা চিকিৎসা ভাতা পান না শ্রমিকরা। মজুরি বৃদ্ধিসহ অন্যান্য দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে গেলে শ্রমিকদের অকথ্য ভাষায় গালাগালি করা হয়। এজন্য অবিলম্বে কারখানার ব্যবস্থাপক (অপারেশন) মো. কামরুল ইসলামের বদলি, মুজুরি বৃদ্ধিসহ ৮ দফা দাবি না মানলে শ্রমিক ধর্মঘট অব্যাহত থাকবে হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

শ্রমিক নেতা রফিকুল ইসলাম বলেন, জেমকনের মালিক পক্ষ আমাদের নিয়ে বৈদ্যুতিক খুটি তৈরি করে কোটি কোটি টাকা আয় করে। আমাদের ৮ ঘণ্টার প্রতি শিফটে মজুরি দেয় মাত্র ১২৫ টাকা। এখানে কাজ করার কারণে বাইরে কোথাও কাজও করতে পারিনা। বারবার মজুরি বৃদ্ধির দাবি জানালেও মালিকপক্ষ কোনো কর্ণপাত করেন না।
পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু শ্রমিকদের আবেদন পাবার কথা স্বীকার করে বলেন, তাদের দাবি যৌক্তিক। জেমকন মালিক পক্ষ শ্রমিকদের খাটিয়ে তাদের ন্যায্য মজুরি দেন না। এই দাবিতে শন্তিপূর্ণ শ্রমিক ধর্মঘটে একজন জনপ্রতিনিধি হিসেবে আমাদের সমর্থন থাকবে। মালিক পক্ষ তাদের যেন কোনো প্রকার হয়রানি করতে না পারে সে দিকেও লক্ষ্য রাখা হবে।
জেমকন লি. এর পঞ্চগড় কারখানার ব্যবস্থাপক (অপারেশন) মো. কামরুল ইসলাম বলেন, প্রতি বছর নিয়ম মাফিক শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়। এ বছরও প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু, কি কারণে আকস্মিক তারা কাজে যোগদান থেকে বিরত রয়েছেন জানা নেই। তবে তাদের মধ্যে অনেকেই যোগাযোগ রক্ষা করছেন। আশা করি শিগগিরই তারা আবারও কাজে যোগ দেবেন।
সফিকুল আলম/এমএএস/জেআইএম