পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল খালেক (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক ওই এলাকার রশিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে আব্দুল খালেক তার নিজের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। এ সময় আকস্মিক তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সফিকুল আলম/আরএআর/জেআইএম