শিয়ালের ফাঁদে আটকা পড়ল বাঘ


প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৯ এপ্রিল ২০১৭

নেত্রকোনায় খামারির শেয়াল ধরার ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ। পরে মেছো বাঘটি বন বিভাগের হাতে তুলে দেয়া হয়। সদর উপজেলার বর্নি গ্রামের হাঁসের খামারি শাহজাহান মিয়া। প্রতি রাতে খামার থেকে হাঁস কমছিল।

শাহজাহান ভেবেছিলেন, কোনো শিয়াল হয়তো রাতে এসে হাঁস নিয়ে যাচ্ছে। তাই শিয়ালকে পাকড়াও করতে ফাঁদ পাতেন তিনি। রোববার ভোরে সেই ফাঁদে শিয়ালের বদলে ধরা পড়ল মেছো বাঘ!

খামারি শাহজাহান ও জেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে খামার থেকে প্রতি রাতে কয়েকটি করে হাঁস কমতে থাকে। এজন্য তিনি খামারের চারদিকে জাল দিয়ে রাখেন। এতেও কোনো কাজ না হওয়ায় শনিবার তিনি লোহার তৈরি ফাঁদসহ একটি খাঁচা খামারের দরজার পাশে রেখে দেন। ভোর ৬টার দিকে দেখেন ওই ফাঁদে মেছো বাঘটি আটকা পড়েছে।

খবর পেয়ে জেলা বন বিভাগের লোকজন বেলা সাড়ে ৩টার দিকে বাঘটি উদ্ধার করে শহরের জয়নগর এলাকায় বন বিভাগে নিয়ে যান।

নেত্রকোনা বন বিভাগের কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, আমরা বাঘটি উদ্ধার করে কার্যালয়ে এনেছি। বাঘটি সুস্থ আছে। বনে ছেড়ে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এটা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মুশফিকুর রহমান বলেন, জঙলে হয়তো খাবার না পেয়ে বাঘটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। এটি উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর আগে ১১ মার্চ সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামে এক খামারির পাতা ফাঁদে ধরা পড়েছিল আরেকটি মেছো বাঘের বাচ্চা।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।