বাগেরহাটে উত্তরপত্র সরবরাহ করায় প্রভাষকসহ ৮ জনের দণ্ড


প্রকাশিত: ০১:০৭ পিএম, ১০ এপ্রিল ২০১৭

বাগেরহাটের মোরেলগঞ্জে আলিম (এইচএসসি) পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে এক প্রভাষককে ১৫ দিনের কারাদণ্ড এবং এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

একই সময় জেলার শরণখোলা উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের কাছ থেকে উত্তরপত্রসহ আটক সাত শিক্ষার্থী ও এক প্রভাষককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র পরিদর্শনকালে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান এ দণ্ড দেন।

পরীক্ষা চলাকালে উপজেলার রায়েন্দা রাজৈর আলিম মাদরাসার পাশের এটি ঘর থেকে আলিম পরীক্ষার উত্তরপত্রসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভারপ্রাপ্ত উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জরিমানা করেন।

মোরেলগঞ্জে দণ্ডিতরা হলেন মোরেলগঞ্জ উপজেলার আমতলী কামিল মাদরাসার আরবির প্রভাষক মো. বোরহান উদ্দিন এবং সেলিমগড় চিংড়াখালী আলিম মাদরাসার ছাত্র মো. ইসাসিন শেখ।

শরণখোলায় দণ্ডিতরা হলেন উপজেলার রাজৈর আলিম মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক জেসমিন আক্তার, একই মাদরাসার শিক্ষার্থী তামান্না আক্তার, তামান্না ইসলাম,  সুলতানা সিদ্দিকা, তানিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌসি, ফারজানা আক্তার, মো. জুবায়ের হাওলাদার। এরা সবাই রাজৈর মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

মোরেলগঞ্জের ইউএনও মো. ওবায়দুর রহমান বলেন, পরীক্ষা চলাকালে শিক্ষকের উপস্থিতিতে মো. ইয়াসিন শেখ নামে এক পরীক্ষার্থী নকল করছিল। নকল করায় তাকে বহিষ্কার এবং নকলে সহায়তায় প্রভাষক মো. বোরহান উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

শওকত আলী বাবু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।