পঞ্চগড়ে আইনজীবীর বাসায় শিশু গৃহকর্মীর মরদেহ
পঞ্চগড়ে হকিকুল ইসলাম হকি নামে এক আইনজীবীর বাসায় শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ওই আইনজীবী ও তার স্ত্রীসহ শিশুটির মরদেহ নিয়ে হাসপাতালে যান।
তবে শিশুটির মায়ের দাবি শিশুটির কোনো সমস্যা ছিল না। এটা আত্মহত্যা হতে পারে না। তার সাথে একটা কিছু হয়েছে। খবর পেয়ে পুলিশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন করে। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ, নিহতের পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের মালগোবা গ্রামের মো. নুর ইসলামের ১০ বছরের শিশুকন্যা নুর নাহার নুরি।
দেড় বছর ধরে জেলা শহরের ইসলামবাগ মহল্লার বাসিন্দা এবং জজকোর্টের আইনজীবী হকিকুল ইসলাম হকির বাসায় গৃহকর্মীর কাজ করতো। আইনজীবী হকিকুল ইসলাম এবং তার স্ত্রী ব্যাংক কর্মকর্তা রওশন আক্তার লিজার দাবি, দুপুরে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। পরে জানালা দিয়ে দেখেন, সে গলায় ফাঁস লাগিয়েছে। পরে তারা দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
এদিকে, সোমবার বিকেলে মেয়ে ডায়েরিয়ায় অসুস্থতার কথা শুনে হাসপাতালে যান শিশুটির মা তাহেরা বেগম। তিনি মেয়ের মুখে রক্তমাখা মরদেহ দেখে বারবার মুর্ছা যান।
কেঁদে কেঁদে তিনি বারবার থানায় যাওয়ার কথা বলেন। তিনি বলেন, আমার মেয়ের কোনো সমস্যা ছিল না। বাড়ির লোকটি (বাড়ির কর্তা) ভালো ছিল, তার স্ত্রী ভালো না। তাকে নিয়ে প্রায় ঝগড়া হতো। আমি কিছুদিন আগেও এসে ঝগড়া মিটিয়েছি। আমার মেয়ের সাথে অবশ্যই কিছু একটা হয়েছে। আমি পুলিশের কাছে যাবো।
তবে ঘটনার পর থেকে হাসপাতালে সিনিয়র আইনজীবীসহ জেলা আইনজীবী সমিতির নেতাদের সরব উপস্থিতি দেখা গেছে। জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আমিনুর রহমান বলেন, এটা আইনি বিষয়। এটা কী আত্মহত্যা, নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, সদর থানা পুলিশের এসআই হিরন ময় মরদেহের সুরতহাল করেছেন। তিনি সুরতহাল রিপোর্টে মরদেহের নাক ও মুখে রক্ত পেয়েছেন। এছাড়া শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পঞ্চগড়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি এবং কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সফিকুল আলম/এএম/আরআইপি