সাতক্ষীরায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা


প্রকাশিত: ০৭:৩২ এএম, ১১ এপ্রিল ২০১৭

সাতক্ষীরায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা রাসেল কবির নিহত হওয়ার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নিহতের মা আমেনা খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা জামায়াত-শিবিরকর্মীদের আসামি করা হয়েছে।

নিহত যুবলীগ নেতা রাসেল কবির সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ও কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। ২০১৩ সালে দেশব্যাপী সহিংসতার সময় সিরাজুল ইসলামকেও একইভাবে হত্যা করা হয়।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জাগো নিউজকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ রাতেই পাঁচজনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে গ্রেফতার দেখিয়ে বাকি দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার রাতে রাজারবাগান এলাকায় ভাড়া বাসায় যুবলীগ নেতা রাসেল কবিরকে গুলি করে হত্যা করে দুর্বত্তরা।

আকরামুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।