নেত্রকোনায় ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৮:২৫ এএম, ১১ এপ্রিল ২০১৭

নেত্রকোনার কলমাকান্দায় ভজন দাস (২৪) নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক  রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুরজ্জামান কলমাকান্দার পশ্চিম বাজার এলাকার রাজু মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ অক্টোবর বিকেলে কলমাকান্দার পশ্চিম বাজারের মাছ ব্যবসায়ী সুনীল দাসের ছেলে ভজন দাস (২৪) পাশ্ববর্তী গোজার বিলে গিয়ে আর ফিরে আসেনি। এরপর ভজন দাসের বাবা কলমাকান্দা থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং ১০৬৭ তারিখ ২৪/১০/১৫।

নিখোঁজের ৫দিন পর সোমবার সকালে স্থানীয়রা গোজার বিলে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তায় ভর্তি মাথা বিহীন মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর ভজনের শ্যালক দিগপাল দাস পূজা উপলক্ষে কিনে দেয়া জামা দেখে ভজনের মরদেহ সনাক্ত করেন।  মরদেহ উদ্ধারের ২ ঘণ্টা পর অন্য স্থান থেকে ভজনের খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। পুলিশ তদন্ত শেষে মামলাটিতে একই এলাকার রাজু মিয়ার ছেলে সুরজ্জামানের বিরুদ্ধে ২০১৬ সালের ২০ মে চার্জশিট দাখিল করে। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ আসামি সুরজ্জামানের মৃত্যুদণ্ডের রায় দেন।

রাষ্ট্রপক্ষে  পিপি জিএম খান পাঠান বিমল এবং আসামি পক্ষে পিযুষ সরকার মামলাটি পরিচালনা করেন।

কামাল হোসাইন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।