বেসরকারি বিদ্যালয় শিক্ষকদের বৈশাখী ভাতা দাবি


প্রকাশিত: ০৬:২৭ এএম, ১৩ এপ্রিল ২০১৭

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণ, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার সকালে শহরের ক্লাব সুপার মার্কেটের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার গুণগতমান উন্নয়ন এবং নৈতিক অবক্ষয়রোধে শিক্ষক-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় জাতির বৃহত্তর স্বার্থে তথা দেশের সার্বিক উন্নয়নে জাতীয় যে কোনো কর্মকাণ্ডে শিক্ষক সমাজ অগ্রণী ভূমিকা পালন করে। কিন্তু বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বেতন ভাতাদিসহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

সমাবেশে বক্তব্য দেন শিক্ষক আসলাম কবির, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, কামাল উদ্দীন প্রমুখ।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।