তালতলীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু


প্রকাশিত: ০২:৫৮ এএম, ১৬ এপ্রিল ২০১৭

কড়া নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে বরগুনার তালতলীর পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।সকাল ৮টায় একযোগে তালতলীর পাঁচ ইউপির ৪৫টি কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয় যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইউপি নির্বাচনকে আবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে প্রতিটি কেন্দ্রে পাঁচ জন পুলিশের পাশাপাশি ১৭ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া নির্বাচনী এলাকায় অইনশৃঙ্খলা পরিস্থিতর অবনতি এড়াতে টহল দিচ্ছে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং কোস্টগার্ডের সদস্যরা। এছাড়াও মাঠে রয়েছে পাঁচ প্লাটুন বিজিবি।

প্রতিটি ইউনিয়নে কাজ করছেন দু`টি করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরো দু`টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন পাঁচটি ইউনিয়নে।

তালতলীর ছোটবগী, বড়বগী ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল্লাহ এবং পঁচাকোড়ালিয়া ও কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. হাবিবুল বাশার জানান, নির্বাচনে কোনো প্রার্থীকে ছাড় দেয়া হবে না।

সাইফুর ইসলাম মিরাজ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।