শিক্ষককে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ


প্রকাশিত: ০৮:০০ এএম, ১৭ এপ্রিল ২০১৭

লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউছুফকে (৩৫) মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় তারা এ সড়ক অবরোধ করে।

এসময় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করে তারা। ঘটনার সময় এ রুটে চলাচলকারী বিপুল সংখ্যক যান আটকা পড়ে।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে চৌরাস্তা সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে শিক্ষক মো. ইউছুফের সঙ্গে চাঁদা আদায়কারী আলীপুর গ্রামের মৃত আবদুল বাকীর ছেলে মো. রাসেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই রাসেল ওই শিক্ষককে মারধর করে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনা জানাজানি হলে ক্ষুদ্ধ হয়ে ওঠে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এতে সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে এ ঘটনায় বিচারের আশ্বাস দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামানের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এসময় অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করা হয়।

কাজল কায়েস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।