ঘরে তালা দিয়ে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৮ এপ্রিল ২০১৭

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জোসনা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে শ্বারোধে হত্যা করে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডেল চরলক্ষ্মী গ্রামের আখনবাজার এলাকার পেদার বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবার অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে স্বামী আবদুর রশিদ তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। ওই গৃহবধূ একই গ্রামের কৃষক দুলাল আখনের মেয়ে।

এলাকাবাসী জানায়, প্রায় ১৫ বছর আগে আব্দুর রশীদে সঙ্গে একই গ্রামের জোসনার বিয়ে হয়। জোসনার শারীরিক উচ্চতা কম হওয়ায় বিয়ের পর থেকে স্বামী তাকে অসংখ্যবার মারধর করে। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সালিশও হয়।

সোমবার রাতেও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। মঙ্গলবার সকালে জোসনার মরদেহ ঘরের পাশে ঝুলন্ত অবস্থায় দেখে লোকজন পুলিশে খবর দেয়। তবে, সকাল থেকে তাদের ঘরে তালা ও স্বামী পলাতক রয়েছেন। তাদের সংসারে একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে।

নিহত গৃহবধূর বাবা দুলাল আখন জানান, রাতে তার মেয়েকে স্বামী আবদুর রশিদ শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের বাইরে ঝুলিয়ে রাখা হয়। তিনি তার মেয়ে হত্যার বিচার দাবি করেন।

রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, গৃহবধূ জোসনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী আব্দুর রশীদ পলাতক রয়েছেন। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।