নীলফামারীতে বাসচাপায় যুবক নিহত


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৯ এপ্রিল ২০১৭

নীলফামারীতে যাত্রীবাহী বাসের চাপায় আনারুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে নীলফামারী-ডোমার সড়কে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনারুল পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের উদ্যোক্তা এবং একই ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আনারুল ইসলাম মোটরসাইকেল যোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় ডোমার থেকে ছেড়ে আসা রংপুরগামী এইচএ এন্টারপ্রাইজ নামের (ঢাকা মেট্রো জ-১১-০১২২) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি সড়কের নিচের জমিতে উল্টে পড়ে। এ সময় ওই বাসের নিচে চাপা পড়ে আনারুল নিহত হন। ওই বাসের পাঁচ যাত্রীর মধ্যে আব্দুল হালিম (৪০) নামের একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার জাগো নিউজকে বলেন, নিহত আনারুলের মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসাপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

জাহেদুল ইসলাম /আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।