বাগেরহাটে শিক্ষক-শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


প্রকাশিত: ১১:৫৪ এএম, ২০ এপ্রিল ২০১৭

বাগেরহাটের শরণখোলায় ছাত্রী উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমরান হোসেন (১৫) নামে এক শিক্ষার্থীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে বখাটেরা। এ ঘটনার প্রতিবাদ ও বখাটেদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাগেরহাট-মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের পহলান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষক-শিক্ষার্থীরা।

এতে সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের আটকের আশ্বাস দিলে বিকেল ৩টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

পুলিশ জানায়, আহত ইমরান শরণখোলার বাধাল মাধ্যমিক বিদ্যালয়ের ১০শ্রেণির ছাত্র। বুধবার সন্ধ্যায় ধানসাগর ইউনিয়নের পহলানবাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের মধ্যে রাকিব (১৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। আহত ইমরানকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন জানান,  বিদ্যালয় ছুটি হলেই স্থানীয় কিছু বখাটে ছেলে ছাত্রীদের উত্ত্যক্ত করে। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকায় ওইসব বখাটেরা কোনো বাধা নিষেধ মানে না। কেউ কিছু বলারও সাহস পায় না তাদের।

তিনি আরও জানান, তাদের বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ও বানিয়াখালী গ্রামের সাইয়েদুর রহমানের ছেলে ইমরান বিভিন্ন সময় উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এতে তারা চরমভাবে ক্ষিপ্ত হয়। ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে ইমরান পহলান বাড়ী বাজারে যাওয়ার পথে রাকিব, সোহেল, রাসেল, রাজুসহ ১০ থেকে ১২ বাখাটে চাপাতি ও কাচের বোতল দিয়ে তার মাথা ও বুকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। ওইসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইমরানকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করে।

শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল জানান, ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে সেখানে গিয়ে হামলাকারীদের আটকের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। ঘটনায় জড়িতদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

শওকত আলী বাবু/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।