আম কুড়াতে গিয়ে নির্যাতনের শিকার শিশু


প্রকাশিত: ০৩:৪৭ এএম, ২১ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে টমেটো চুরি করার অপবাদে মো. আবদুল্লাহ (১২) নামের এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সে সেখানে আম কুড়াতে গিয়েছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরকাদিরা ইউনিয়নের আওলিয়া এলাকায় স্থানীয় আলাউদ্দিন লাভু এ ঘটনা ঘটায়।

আহত আবদুল্লাহ আতহারুল উলুম মোহাম্মদিয়া কাওমী মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে চর কাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শফিক উল্লাহর ছেলে। অভিযুক্ত আলাউদ্দিন একই গ্রামের এনায়েত উল্লাহর ছেলে।

শিশুর বাবা শফিক উল্লাহ জানান, তার ছেলে আম কুড়াতে একটি টমেটো খেতে যায়। কিন্তু আলাউদ্দিন টমেটো চুরির  মিথ্যা অপবাদ দিয়ে তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও লাথি মেরে আহত করে। এসময় তার চিৎকার শুনে কয়েকজন নারী দৌড়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য মিমাংশা করবেন বলে আশ্বাস দেন।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত আলাউদ্দিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মোহাম্মদ ছাইফ উল্লাহ বলেন, ঘটনাটি দুঃখজনক। আবদুল্লাহ মাদরাসার আবাসিক ছাত্র। সে আমার বাড়ির গাছের নিচে ঝড়ে পড়া আম কুড়াতে যায়। এসময় চুরির অভিযোগ এনে তাকে মারধর করা হয়।

কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।