সোনিয়া হত্যা মামলার ব্যয়ভার গ্রহণের আশ্বাস এমপির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৪ এপ্রিল ২০১৭

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার চাঞ্চল্যকর সোনিয়া হত্যাকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় সংসদ সদস্য এডভোটেক মৃনাল কান্তি দাস। তিনি মামলা পরিচালনার ব্যয়ভারের গ্রহণের আশ্বাস দেন শোকাহত পরিবারকে। সেই সঙ্গে আসামিদের দ্রুত গ্রেফতার করার তাগিদ দেন স্থানীয় প্রশাসনকে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস নিহত সোনিয়া আক্তারের বাড়িতে গিয়ে সমবেদনা জানান।

এ সময় তিনি বলেন, এ হত্যার সঙ্গে যারাই জড়িত, তারা যত প্রভাবশালী হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না। তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে, আর কোন মেয়েকে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়তে না হয়। এ সময় তিনি মামলায় পরিচালনার ব্যায়ভারের দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, সোনিয়া আক্তার হত্যা মামলায় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। খুব দ্রুত আসামিদের গ্রেফতার করতে পারবেন বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

গত সোমবার (১৭ এপ্রিল ) সকাল সাড়ে ৯টায় নিজ বাড়ির কলপাড়ে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার শরীরে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চারদিন চিকিৎসার পর বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ ঘটনা নিহতের মা হাজেরা বেগম অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।