লাল কাপড়ে দেড় ঘণ্টা দাঁড়ানো মৈত্রী এক্সপ্রেস


প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৪ এপ্রিল ২০১৭

লাল কাপড়ে ১ ঘণ্টা ২৫ মিনিট থেমে থাকলো কোলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেস। আন্তর্জাতিক এই ট্রেনটি ফাঁকা মাঠের মধ্যে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও রেলওয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

সোমবার দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা কুষ্টিয়ার মিরপুর স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ট্রেনটি দাঁড়িয়ে থাকে।

যেখানে আন্তর্জাতিক এই ট্রেনটির থামার কোনো কথায় নয়। সেখানে লাল কাপড় দিয়ে থামিয়ে রাখা হলো ট্রেনটিকে। প্রায় দেড় ঘণ্টা ধরে নিরাপত্তাহীনতায় দাঁড়িয়ে থাকা এই ট্রেনটিতে থাকা যাত্রীরা প্রায় অস্থির ও আতঙ্কিত হয়ে পড়েছিল।

মিরপুর স্টেশনের মাস্টার মীর ইসরাইল হোসেন বলেন, মিরপুর রেলওয়ে স্টেশনের অদুরে আপলাইনের উন্নয়নের কাজ চলার কারণে কোলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটিকে প্রায় দেড় ঘণ্টা আটকে রাখা হয়েছিল। যথা সময়ে লাইনের কাজ সমাপ্ত না হওয়ায় এ ঘটনা ঘটেছে।

মিরপুর স্টেশনে লাইনের কাজে কর্মরত ইঞ্জিনিয়ার হায়দার আলী বলেন, ঠিক সময়ে কাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও না হওয়ার কারণে ট্রেনটি আটকা পড়েছিল। তবে দ্রুত কাজ শেষ করার পরে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। যার কারণে নিরাপত্তার কোনো ব্যবস্থা আমাদের পক্ষ থেকে নেয়া হয়নি।

ট্রেনটির নিরাপত্তার বিষয়ে জানতে পোড়াদহ জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনিল কুমার দত্তের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।