চট্টগ্রাম চা বোর্ড চেয়ারম্যান-উপপরিচালকের অপসারণ দাবি
পঞ্চগড়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম এবং উপপরিচালক (পরিকল্পনা) মুনির আহামদের অপসারণ দাবি করেছেন ক্ষুদ্র চা চাষিরা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে বাংলাদেশ স্মল টি গার্ডেন অনার্স অ্যাসোসিয়েশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. আমিরুল হক খোকন। এ সময় সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সংগঠনের নেতা বিভিন্ন পর্যায়ে নেতাসহ ক্ষুদ্র চা চাষিরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মো. আমিরুল হক খোকন বলেন, চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ১৪তম বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম এবং উপপরিচালক (পরিকল্পনা) মুনির আহামদ উপস্থিত ছিলেন।
এতে ক্ষুদ্র চা চাষিদের পক্ষ থেকে আমিরুল হক খোকনকে বক্তব্য দেয়ার আহ্বান করা হয়। তিনি ক্ষুদ্র চা চাষিদের সমস্যা এবং কাঁচাপাতার দর পুনরায় নির্ধারণের দাবি সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করলে বোর্ডের চেয়ারম্যান তা শুনতে অনিহা প্রকাশ করেন এবং উপপরিচালক (পরিকল্পনা) মুনির আহামদ আপত্তিকর মন্তব্য করেন।
এতে বিক্ষুব্ধ চা চাষিরা উদ্বোধনের আগেই কর্মশালাস্থল ত্যাগ করেন। ক্ষুদ্র চা চাষিরা তাৎক্ষণিক অফিস চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রতিবাদে তারা চট্টগ্রাম চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম এবং উপপরিচালক (পরিকল্পনা) মুনির আহামদের অপসারণ দাবিসহ পরবর্তিতে চায়ের ন্যায্যমূল্য প্রদানের জন্য বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সফিকুল আলম/এএম/আরআইপি